আমি স্বাধীন, আমি মুক্ত।
আমার মন খাঁচাবন্দি, আর দেহ শৃঙ্খলে আবদ্ধ।
আমি প্রেমিক, ভালোবাসাই আমার ধর্ম।
আমি নিঃশ্বাসে প্রশ্বাসে ছড়াই ঘৃণার বীজ—এটাই আমার কর্ম।
ধর্ম প্রচারে আমি সদা তৎপর, আমি বড় ধার্মিক।
আমার রন্ধ্রে রন্ধ্রে অধর্মের বিকাশ—তা প্রকাশে আমি নির্ভীক।
আমি শান্ত, আমি সুস্থির।
আমার চিত্ত সদা উত্তাল সমুদ্রের মতো অস্থির।
আমি চঞ্চল, আমি চাই উন্মুক্ততা।
আমি ব্যাকুল হয়ে চারদিকে খুঁজে ফিরি নীরবতা।
আমি আয়নায় দেখি প্রতিচ্ছবি আমার।
কখনো সুন্দর, কখনো কদাকার।
সব মিলেমিশে যেন একাকার।
কোনটা আমি, কোনটা আমি না, বুঝা ভারী দায়।
শুধু আমি আজকের মানুষ—এই বুঝি আমার পরিচয়।
© আমিনা তাবাস্সুম