কষ্ট কি শ্যানেল ফাইভ পারফিউম?
তাই কি ছিপি-আটা বোতলে সযতনে তুলে রাখি?
যেদিন আড়ংয়ের এক্সক্লুসিভ জামদানি পরি
সেদিন তো জান মিটিয়ে স্প্রে করি।
মো-মো গন্ধে চারিদিক মোহিত হয়,
যুগ যুগান্ত ধরে যত্নে ছিপি-আটা কষ্টের সেই গন্ধ।
কী দামি, কী দামি সেই কষ্ট!
কষ্ট কি লুই ভুইতোঁর ব্যাগ?
তাই কি প্যাকেটে মুড়ে রেখে দেই আলমারির তাকে?
দামি রেস্তোরাঁতে খাবার সেরে যখন ব্যাগটা খুলি
লিপস্টিকটা বের করে ঠোঁটে ছোঁয়াবো বলে,
ঠোঁট জুড়ে লেপ্টে যায় রঙিন কষ্টের প্রলেপ।
যুগ যুগান্ত ধরে ব্যাগে পুরে রাখা কষ্টের প্রলেপ।
কী দামি, কী দামি সেই কষ্ট!
কষ্ট কি টিফানির হীরার আংটি?
চেপে ধরে কি বন্দি করা যায় দুই ক্যারেটে?
হাই সোসাইটির পার্টিতে যখন সবাই হাত মিলাই,
কারও দেখি নজর এড়ায় না।
আমার অনামিকার হীরা দ্যুতি ছড়ায়।
যুগ যুগান্ত ধরে ঠেসে রাখা কষ্টের সেই উজ্জ্বলতা।
কী দামি, কী দামি সেই কষ্ট!
কষ্টের চেয়ে দামি কী আছে বলো তো?
© আমিনা তাবাস্সুম