Ameena Tabassum

কী হয় একটু ভালোবাসলে?

কী হয় একটু ভালোবাসলে?
ঊষাকালে বাস্তবতা ভুললে,
কল্পতরুর শাখায় চড়ে বসলে,
দূর থেকেই একটু কাছে আসলে?

কী হয় একটু ভালোবাসলে?
নীল আকাশে মেঘের ভেলায় ভাসলে,
রোদের মতো ঝলমলে করে হাসলে,
দূর থেকেই আঁখির মিলন ঘটলে?

কী হয় একটু ভালোবাসলে?
গোধূলি আলোয় আকাশকুসুম ভাবলে,
রক্তরাঙা প্রেমের কাব্য গাঁথলে,
দূর থেকেই আলতো হাতে ধরলে?

কী হয় একটু ভালোবাসলে?
মাতাল রাতে মনটা দুলে উঠলে,
বেহাগ রাগে প্রেমের সুর তুললে,
দূর থেকেই ঠোঁটে ঠোঁট রাখলে?
কী হয় একটু ভালোবাসলে?

© আমিনা তাবাস্সুম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top