বলতে পারো বুকের ভেতর কষ্ট কেন?
আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি ঝরে
ছাপিয়ে দুকূল নদী হলো সাগর যেন
বিপুল ঢেউ দিগ্বিদিকে আছড়ে পড়ে।
বুকের ভেতর জমাট বাধা কষ্টগুলো
বজ্র হয়ে গর্জে ওঠে ক্ষণে ক্ষণে,
নিকষ কালোয় চমকে ওঠে ক্ষণিক আলো,
প্রলয়কারী ঘূর্ণিঝড়ে আঘাত হানে।
বলতে পারো বুকের ভেতর কষ্ট কেন?
© আমিনা তাবাস্সুম