আমি সামান্যা নারী।
অতি সাধারণ, তাই বলে কি একেবারেই দীনহীন?
খোঁপায় কখনো গুজিনি ফুল, পরিনি কপালে টিপ।
আমাকে নিয়ে কেউ লেখে না কবিতা, আমাতে কেউ হয়না বিলীন।
বাতাসে এলোচুল, কানে ঝুমকোর দুল?
এসব আমার কাছে কাব্যের মতো, নিষ্প্রভ তারার মতোই ক্ষীণ।
সন্তান পালন, সংসার বা ঘরকন্না?
সেখানেও নগন্য আমি, এক নিত্য দিনের কামিন।
প্রয়োজনে বাইরেও ছুটে ছুটে বেড়াই।
কিছুটা ভাবলেশহীন, কিছুটা বিশেষত্বহীন, আমি এক অবার্চীন।
আমি সামান্যা নারী।
নিজের মতো নিজ স্থানে আসীন।
নই কারো উর্দ্ধে, নই কারো অধীন।
আমাকে পারবেনা আকাশে তুলতে, পারবেনা করতে বিলীন।
আমি সামান্যা নারী।
হতে পারি অতি সাধারন, তাই বলে আমি নই দীনহীন।
© আমিনা তাবাস্সুম