তোমার কি আমাকে ভালো লাগবে?
তোমার তো ভালো লাগে ধূপ।
নিজেকে নিঃশেষ করে যে গন্ধ বিলায়।
আমি তো তা না,
আমি যতই বিলিয়ে দেই, ততই জীবন্ত হয়ে উঠি।
তোমার কি আমাকে ভালো লাগবে?
তোমার তো পছন্দ বকুল ফুল।
শুকিয়ে গিয়েও মন আকুল করা সৌরভ ছড়ায়।
আমি তো তা না,
আমি সদা সুগন্ধি, শুভ্র এবং সতেজ।
তোমার কি আমাকে ভালো লাগবে?
তোমার মুগ্ধতা তো লজ্জাবতীতে।
আলতো ছুঁয়ে দিলেই কেমন এলিয়ে পড়ে।
আমি তো তা না,
আমি ক্ষিপ্র, অতন্দ্র, প্রাণবন্ত।
তোমার কি আমাকে ভালো লাগবে?
নাহ, মোটেও ভালো লাগবেনা।
তুমি থাকো তোমার ধূপ, শুকনা বকুল আর লজ্জাবতী নিয়ে।
আর আমি?
আমি কী নিয়ে থাকি বলো তো?
© আমিনা তাবাস্সুম