আমার নদীর মতো একজন পুরুষ চাই।
বহুরূপী, সুন্দর, গতিময়,
কাছে গেলে বারবার নতুনত্বের স্বাদ পাওয়া যায়।
আমার নদীর মতো একজন পুরুষ চাই।
গভীর, শান্ত, নিঃশব্দ,
পাশে বসলেই প্রাণ জুড়িয়ে যায়।
আমার নদীর মতো একজন পুরুষ চাই।
বহমান, অগ্রগামী, অটল,
অনায়াসেই অনুপ্রেরণা যোগায়।
আমার নদীর মতো একজন পুরুষ চাই।
অশান্ত, দুরন্ত, দুর্নিবার,
অকারণেই ভাসিয়ে নিয়ে যায়।
আমার নদীর মতো একজন পুরুষ চাই।
বিশ্বস্ত, জ্ঞানী, নিঃস্বার্থ,
যার কাছে উজাড় করে সব বলা যায়।
আমার নদীর মতো একজন পুরুষ চাই
যাতে আমি পা ভেজাবো,
আলতো করে ছুঁয়ে দিবো,
চোখে মুখে ঠোঁটে হালকা পানির ঝাপটা লাগাবো,
কিন্তু ডুব দিবোনা।
আমার এমন নদীর মতো পুরুষ চাই।
© আমিনা তাবাস্সুম